মোঃ সাবিউদ্দিন : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
এ সময় মাননীয় এমপি মহোদয় এর সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য অধ্যাপক ফারজানা শারমীন বিউটি, রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, মাননীয় এমপি মহোদয় এর ছোট ছেলে কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক চেয়ারম্যান, ডাঃ তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব মোঃ নুরুল ইসলাম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক বি এ সালাম মাষ্টার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব ওয়াদুদ আকন্দ দুদু, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মুনীর আহমেদ চঞ্চল, সাবেক দপ্তর সম্পাদক বার্তা সমারোহ পত্রিকার সম্পাদক গোলাম ফারুক আকন্দ, পৌর যুবলীগের সভাপতি মালেক, মতিন, চন্চল, জয়নাল, শাকের,মোজাম্মেল, শাহীন, শামীম, সহ অপরাপর নেত্রী বৃন্দ।
আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি বলেন, নৌকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে। আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আগামী নির্বাচনে আপনার নৌকা ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে এই নৌকাই দেবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট সরকার হবে, স্মার্ট অর্থনীতি হবে, স্মার্ট সমাজ হবে। জাতির পিতার স্বপ্ন পূরণ করে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ তৈরী হবে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫