মোঃ সাবিউদ্দিন: ফুলবাড়িয়ায় আছিম বাজারে "টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪" এর বিজয়-১৬ বনাম বিজয়-৭১ এর মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত।
২৫ জানুয়ারি ২০২৪ইং রোজ বৃহস্পতিবার আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উদ্ভোধক হিসেবে উপস্থিতি ছিলেন, মোঃ লাল মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ। সভাপতি, মোঃ শামসুল হক সাবেক ব্যাংক কর্মকর্তা, সোনালী ব্যাংক, আছিম বাজার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আলহাজ্ব ডা. মোঃ কামরুজ্জামান এমবিবিএস, জেলা পরিষদ সদস্য, ময়মনসিংহ। গেস্ট অব অনার- সারোয়ার আলম রুকন তরফদার, সভাপতি, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মোহাম্মাদ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ, আছিম। মোঃ ইয়াসিন আলী, প্রধান শিক্ষক-আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়। মোঃ মফিজ উদ্দিন, আহ্ববায়ক-১২নং আছিম পাটুলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ। মোঃ মিনহাজ উদ্দিন, সভাপতি-আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়। মোঃ লুৎফর রহমান শোয়েব, সভাপতি-বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখা। মোঃ মনিরুজ্জামান মজিদ, সভাপতি-জাতীয় শ্রমিক লীগ ১২নং আছিম পাটুলী ইওনিয়ন শাখা।
শুভেচ্ছান্তে ছিলেন, ডা. মোঃ হারুন-অর-রশীদ, সভাপতি, আছিম একটিভ ক্রিকেট একাডেমি। অভ্যর্থনায়, মোঃ তুহিন মিয়া, সাধারণ সম্পাদক, আছিম একটিভ ক্রিকেট একাডেমি।
আছিম একাডেমি মাঠ প্রাঙ্গনে দুপুর ২:০০ঘটিকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার- ২০,০০০ টাকা ও রানার্স আপ- ১৩,০০০ টাকা ছিলো। খেলায় চ্যাম্পিয়ন হয় বিজয়-১৬ দল।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ান দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলা শেষ হয়। ফাইনাল খেলা দেখতে আশ পাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫