মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী আছিম বহুমুখী উচ্চবিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়।
২৯/০১/২০২৪ইং রোজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঐতিহ্যবাহী এই স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ শামছুল আলম (বাবলু), সভাপতি, ম্যানেজিং কমিটি, আছিম বহুমুখী উচ্চবিদ্যাল।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, কাবেরী জালাল, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ীয়া ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফুলবাড়ীয়া ময়মনসিংহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জনাব মোঃ তোতা মিয়া, অভিভাবক সদস্য, আছিম বহুমূখী উচ্চবিদ্যালয়। মোহাম্মদ আব্দুল মোত্তালিব (আলম), অভিভাবক সদস্য, আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়। জনাব এ.কে. এম মোজাম্মে হক (বাদল), অভিভাবক সদস্য, আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়। জনাব নাজমুল হাসান চৌধুরী (হিমেল), অভিভাবক সদস্য, আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়। হাফিজা খাতুন, মহিলা অভিভাবক সদস্য, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ নজরুল, শিক্ষানুরাগী সদস্য, আছিম বহুমূখী উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ মনিরুজ্জামান, শিক্ষানুরাগী সদস্য, আছিম বহুমুখী উচ্চবিদ্যাল।
শুভেচ্ছান্তে, মোঃ আব্দুর রেজ্জাক, প্রধান শিক্ষক, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়। অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় ও ব্যাজ পরিধান করা হয়।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তৃতা করেন। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া মধ্যে দিনব্যাপী চলে এই অনুষ্ঠান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় উপহার প্রদানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান এর সমাপ্তি করা হয়।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫