আশাশুনি প্রতিনিধি।
আশাশুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে (সোদকনা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মোঃ ইদ্রিস আলী সভাপতি ও মোঃ সাইফুল ইসলামকে সেক্রেটারী করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল সন্ধ্যায় সোদকনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,সদর ইউনিয়ন সেক্রেটারী আব্দুল হাই,সহ-সেক্রেটারী এস এম শহীদুজ্জামান বাবলু,টিম সদস্য হাফেজ মাওলানা জুবায়ের হোসেন,আব্দুল আজিজ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য নিম্নোক্ত কমিটি ঘোষণা করা হয়: সভাপতি মোঃ ইদ্রিস আলী,সহ-সভাপতি হাফেজ মোঃ মুহিব্বুল্লাহ,মোঃ শহিদুল ইসলাম,সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম,বাইতুলমাল সম্পাদক ডাঃ মোঃ রাকিবুজ্জামান,সহ-বাইতুল মাল সম্পাদ মোঃ মোস্তাফিজুর রহমান এবং আব্দুল মজিদ,আব্দুল লতিফ,জিল্লুর রহমান,মোঃকবিরহোসেন,মোঃ রুহুল কুদ্দুসকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট সোদকনা ৪ নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন করা হয়।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫