মোঃ সাকিল তালুকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :
গাজায় চলমান ইসরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ঘাটাইল ব্রাহ্মণ শাসন সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,শহরের ৭১ চত্বরে এসে সমবেত হয়। মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ইসরাইল বিরোধী নানা ধরনের স্লোগান দেয়।
"দুনিয়ার মুসলিম ,এক হও লড়াই করো।
এক হও লড়াই করো,দুনিয়ার মুসলিম।"
"ইসরাইল নিপাত যাক ,
ফিলিস্তিন মুক্তি পাক। "
"এই দুনিয়ায় হবে না ,
ইসরাইলের ঠিকানা। "
"সাবিলুনা সাবিলুনা,
আলজিহাদ আলজিহাদ।"
"লড়াই লড়াই ,লড়াই চাই ,
লড়াই করে বাঁচতে চাই। "
"ফিলিস্তিনে হামলা কেন?
জাতিসংঘ জবাব দে?"
মিছিলে অংশ নেওয়া সাধারণ জনতা ইসরাইলের সকল পণ্য বয়কট করার স্লোগান তোলে ,
"ইজরাইলি পণ্য বয়কট বয়কট। "প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলিমরা একটি মানব দেহের মতো , মানব দেহের যেকোনো অঙ্গে ব্যথা পেলে যেমন তা সারা মানব দেহে ছড়িয়ে পরে, তেমনি পৃথিবীর যেকোনো প্রান্তে একজন মুসলিমের সাথে যদি জুলুম করা হয় তা পৃথিবীর সকল মুসলিমদের সাথে জুলুম করার সমান। তারা আরো বলেন , ৫৭ টি মুসলিম দেশ মিলিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আহ্বান জানায়। মুসলিম শক্তিশালী দেশ গুলো কে মুনাফেকি অবস্থান থেকে বেরিয়ে এসে ফিলিস্তিনের পক্ষে কথা বলার অনুরোধ করে। আরব বিশ্বের দেশ গুলো কে ইসরাইলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করত আহ্বান জানায়। তারা আরো বলেন ,বাংলাদেশে যেন কোনো প্রকার ইসরাইলের পণ্য আমদানি না করা হয়, তাদের কোনো পণ্য যেন কোনো মুসলমান ক্রয় না করে। সাধারণ ব্যবসায়ীদের অনুরোধ করে তারা যেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রকার ইজরায়েলি পণ্য বিক্রি না করে। ফিলিস্তিনি নির্যাতিত নারী শিশু বৃদ্ধ মানুষের পক্ষ নিয়ে বক্তারা আরো বলেন, হে ফিলিস্তিনের মাজলুম ভাই বোনেরা তোমরা যেন রাখো তোমরা একা নও , হাজার মাইল দূরের আমরা (বাংলাদেশ) সব সময় তোমাদের পাশে আছি। আমাদের সকল মুনাজাতে সবসময় তোমাদের জন্য দোয়া থাকে আল্লাহর দরবারে। আমরা রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলে বন্দি হয়ে আছি না হলে আমরা সরাসরি তোমাদের সাথে জিহাদে অংশগ্রহণ করতাম। সমাবেশ শেষে পৃথিৱীৰ সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তির জন্য মুনাজাত করা হয়। বিশেষ করে ফিলিতিনিদের বর্তমান পরিস্থিতি যেন আল্লাহ পাক তাড়াতাড়ি স্বাভাবিক করেন, এই দুয়া করেন সবাই।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫