মোঃ সাবিউদ্দিন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন তিনি।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে এ পর্যন্ত আওয়ামী লীগের হয়ে পাঁচবার সংসদ সদস্য (এমপি) হয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ (৮৫)। এর মধ্যে ২০০৮ সাল থেকে টানা তিনবার জয়ী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ১৫১, ময়মনসিংহ ৬ গনপরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন(এমপি) আজ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুল করিম ও নির্বাচন অফিসার মোঃ তাজুল রায়হান মহোদয়ের কাছ থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ, সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ সহ উপস্থিত ছিলেন জনতার একাংশ।
রাজনীতিতে সক্রিয় এবং আইনজিবী মোসলেম উদ্দিন ৭ মে ১৯৮৬ সালের তৃতীয়, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২৯ ডিসেম্বর ২০০৮ সালের নবম, ৫ জানুয়ারি ২০১৪ সালের দশম ও ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ময়মনসিংহ-৬ আসনে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ১২ জন। ১৯৭০ সাল থেকে আসনটিতে আওয়ামী লীগ ছয়বার বিজয়ী হয়েছেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫