স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব এনামুর রহমান রবি'র উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১৩/৫/২৪ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় ফুলবাড়িয়া উপজেলায় চলমান উপজেলা নির্বাচনী প্রচারণা শেষে সফর সঙ্গীদের নিয়ে ময়মনসিংহে নিজ বাসায় যাওয়ার সময় পথিমধ্যে দেওখোলা বাজারে স্থানীয় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্য এনামুর রহমান রবি সহ তার সফরসঙ্গীদের উপর অতর্কিত হামলা চালায়।
এতে রবি, তার শ্যালক শুভ সহ পরিবারের ৫জন আহত হয় তার মধ্যে ৩জন মৃত্যু পথযাত্রী হয়ে ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে।
আজকের মানব বন্ধনে ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব কামরুজ্জামান জামান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব উত্তম চক্রবর্তী রকেট, বিশেষ বক্তব্য প্রদান করেন জনাব তানজীর আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক নেতা সাবেক সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান কাওসার, উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জনাব প্রকৌশল মোহাম্মদ নাঈমুল হাসান, সাবেক সদস্য সোহানল আবেদীন সোহান, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির। আরো বক্তব্য রাখেন ৫নং দেওখোলা ইউনিয়ন এর চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি, ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজগর আলী, সুজন রতন দে, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিলন, সাংবাদিক আল ইমরান, সাংগঠনিক সম্পাদক মাসুদ তালুকদার সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এটিএম মহসিন শামীম , ছাত্রলীগ নেতা মোসা, কৃষকলীগ সভাপতি এ কে এম মাসুদ আলম লিটন, মৎসজীবী লীগের আহবায়ক আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন শামীম সহ অন্যান্য সংগঠনের অপরাপর নেতৃবৃন্দ।
বক্তব্যে সকল বক্তারা এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন এবং আহত সকলের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫