এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :
শুক্রবার (১৪ মার্চ) ২৫ খ্রি: বাংলাদেশ এয়ারলাইন্স বিমানে করে দুপুর ১২:০০টা বাজে ৩০মিনিটের সময় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন জাতীয় সংঘের মহাসচিব ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিমান থেকে নেমে কক্সবাজার বিমান বর্ধিত বন্দরের রানুয়ের উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস। এর পরে কক্সবাজারে অবস্থিত সার্কিট হাউজে জুমার নামাজ আদায় করেন ওখান থেকে আছেন প্রকল্পে যান, আশ্রম প্রকল্প স্থানরত লোকদের সাথে কথা বলেন এবং আশ্রম প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। আশ্রম প্রকল্প থেকে সরাসরি চলে যান কক্সবাজারে উকিয়ায় অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্প ২০ এ, এর আগে জাতীয় সংঘের মহাসচিব কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের নানান কর্মকান্ড পরিদর্শন করেন। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যায় জাতীয় সংঘের মহাসচিব এক লক্ষ রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন রোহিঙ্গাদের সাথে ইফতার করার জন্য তিনি রোজা রেখেছেন ইফতারের পরবর্তী রাত আটটা পর্যন্ত কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করবে বলে জানা যায়। রাত আটটার পরে হেলিকপ্টার যুগে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে চলে আসবেন,এরপর কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় উদ্দেশ্যে রওনা হবেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫