মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবারও নির্বাচিত হয়েছেন সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। ময়মনসিংহ পৌরসভা ও পরবর্তীতে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়া পর্যন্ত টানা ছয় বার তিনি কাউন্সিলর নির্বাচিত হলেন।
মিন্টু জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ওসিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে ৩৩টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর নাম ঘোষণা করেন।
ফলাফলে নগরীর ৬নং ওয়ার্ডের টিফিন ক্যারিয়ার প্রতীকে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ৩ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান মামুন ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৯১০ ভোট সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জানান, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি প্রথম ময়মনসিংহ পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত হন তিনি।
এরপর থেকে টানা চার বার পৌরসভার কাউন্সিলর এবং পরবর্তীতে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর টানা দুই বার। বার সিটি কর্পোরেশনে কর্পোরেশনের কাউন্সিলর পদে নির্বাচিত হলেন। মিন্টু বলেন, ৬নং ওয়ার্ডবাসীর ভালোবাসায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সুখে-দুঃখে এই ওয়ার্ডবাসীর পাশে আছি, ত তাই তারা আমাকে বারবার তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন যতদিন বেঁচে আছি, মানুষের সেবা করে পাশে থাকতে চাই।
শনিবার (৯ মার্চ) দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর মধ্যে ১৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫