সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১২ মামলার আসামি সেনা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সেনা মিয়া কালনা গ্রামের তারা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালনা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১২ মামলার পলাতক আসামি সেনা মিয়াকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেছেন, তার অত্যাচারে এলাকার জনগণ অতিষ্ঠ ছিল। এলাকার চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতির মূলহোতা ছিল এই সেনা মিয়া। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান সময়ের ডাককে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামি সেনা মিয়াকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তার তথ্য অনুযায়ী চুরি করা একটি আই পি এস উদ্ধার করে পুলিশ। ওসি সাব্বির আরো বলেন, ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। তার বিরুদ্ধে ১২টির ও অধিক মামলা রয়েছে। সেনা মিয়া তাড়াইল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার গ্রেফতারে এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫