সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের জয়জয়কার। বুধবার (৫ মার্চ) নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।পরে ভোট গণনা শেষে রাত বারোটা নাগাদ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো মোঃ শহিদুল আলম শহীদ ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাল উদ্দিন পান মাত্র ৮০ ভোট। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের আমিনুল ইসলাম রতন পঞ্চমবারের মতো ২৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শহীদুল ইসলাম হুমায়ূন পান ১৩৪ ভোট। নির্বাচনে মোট ৬০৬ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরে রাত বারোটার দিকে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এস এম মাহবুবুর রহমান।২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচনে এবার ১৪টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৫ জন বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত ১৪ জন নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি মোঃ শহিদুল আলম, সহ-সভাপতি আব্দুর রাশিদ ভূঞা,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে কফিল উদ্দিন, মোঃ সারোয়ার জাহান সানি ও মোঃ সোহাগ মিয়া। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা হলেন, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি মোঃ মানিক,সহ-সাধারন সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরী সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক পদে এ এম সাজ্জাদুল হক,অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে মোঃ আবু তাহের হারুন ও মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫