আলমগীর হোসেন, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল হরিনাচালা মেলায় চলছে অবৈধ টিকিট বিক্রির মহোৎসব। মেলার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো বৈধ অনুমোদন ছাড়াই এলাকা জুড়ে টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রেতাদের কাছে বিক্রির কোনো বৈধ কাগজপত্র নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৬টি রিকশা আটক করা হয়, যারা অবৈধভাবে টিকিট পরিবহন করছিল। জিজ্ঞাসাবাদে তারা টিকিট বিক্রির বৈধতা সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেনি এবং কোনো সদুত্তরও দিতে ব্যর্থ হয়। ফলে দিনের পর দিন অসহায় সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।
বিশেষ সূত্রে আরও জানা যায়, এই অপকর্ম সাংবাদিকদের মাধ্যমে যেন প্রকাশ না পায়, সে জন্য মেলার দায়িত্বে থাকা মনির নামের এক ব্যক্তি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছেন। প্রত্যেক সাংবাদিককে ৩০০ থেকে ৫০০ টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। এতে করে একটি চক্র অবৈধ পথে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে চলেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা মেলার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫