স্টাফরিপোর্টার(ফুলবাড়িয়া): আমি আমার নিজ এলাকার হত দরিদ্র-অসহায় মানুষের জন্য কিছু করতে চাই। অনেকের অনেক চাওয়া থাকে কিন্তু আমার কোন চাওয়া নেই কোন বিনিময় এর আশা নেই, সুযোগ পেলেই ছুটে চলে যাই সাধারণ জনগণকে ডাকে।
আমার নিজ উপার্জনের একটা অংশের মালিক গরীব দুঃখী মানুষ গুলো, তাদের চাওয়া পাওয়া সবার আগে আমার কাছে। আমি জানি সমালোচনাকারীরা ও নিন্দুকেরা অনেক কথা বলতে চায় বা বলবে তাতে আমার কিছুই আসে যায় না। তারা এই অসহায় মানুষ গুলোর জন্য না নিজেরা কিছু করবে না অন্যকে করতে দিবে।
আমার মনের মধ্যে যখনই এই সব গরীব দুঃখী মানুষ গুলোর মুখের ছবি যখনই চলে আসে তখনই ছুটে চলে আাসি তাদের সাহায্যার্থে কিছু করার জন্য, সারা জীবন আমি এভাবে এই জনপদের গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে এভাবেই নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই।
অনেকেই নিজের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে অতীত ভুলে যায় কিন্তু আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার অতীত ভুলতেই চাইনা। অতীত কে আকড়ে ধরে সামনে এগিয়ে যেতে চাই এবং সেজন্যই আমি বারবার এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াই, সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার চেস্টা করি। আমি জানি এটা পর্যাপ্ত নয় কিন্তু সাধ্যের মধ্যে থেকে যা যা করার আমি সবই করার চেস্টা করছি।
হৃদয় আরো বলেন, আমি আমার এলাকার উন্নয়নে জন্য আজীবন কাজ করে যেতে চাই। আমার কাছে আপনাদের অধিকার আছে। এটা আপনাদের হক। আর আমিও আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
হৃদয় দরিদ্র অসহায় মানুষ ছাড়াও ছাত্র-ছাত্রীদের হয়ে স্কুল-কলেজে উপস্থিত থাকেন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ও ক্রীড়া কর্মে অংশগ্রহন সহ নানা ভাবে আর্থিক সহযোগিতা করে চলছেন মোঃ মেহেদী হাসান হৃদয়।
এ বিষয়ে ক্ষমতাসীন দলের নেতা বলেন, হৃদয় এর মতো মানুষ হয়না। তার কাছে কোন ভালো কাজ নিয়ে গেলে কাউকে খালি হাতে ফিরতে হয়না। তার কোন চাওয়া পাওয়া নেই। তিনি মানুষের জন্য কিছু করতে চান। কোথাও কোন সমস্যার সৃস্টি হলে তিনি জানলেই দ্রুততার সাথে সমাধানের চেস্টা করেন। তিনি অসহায় মানুষের কথা যতো ভালো ভাবে অনুধাবন করেন তা আর কেও করেন না। মহৎ উদার মন মানুষিকতার মানুষ খুব কম দেখা যায় এ জগতে। আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি।
মোঃ মেহেদী হাসান হৃদয় বর্তমানে ১২নং আছিম পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। রাজনীতি পাশা পাশি সব ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫