গাজীপুর, কাপাসিয়া প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজার মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির ক্যামেরাপারসন সহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুজন কে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। শনিবার (১৭ মে) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আটক দুজন কে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। আটক ব্যক্তিরা হলেন—কাপাসিয়ার বানরহাওলা গ্রামের মজিদ শেখের ছেলে ফরিদ শেখ এবং খোদাদিয়া গ্রামের আসফি রহমান (২৮)। হামলায় আহত যমুনা টিভির ক্যামেরাপারসন রকি হোসেন কে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে। তার সহকর্মী স্থানীয় সাংবাদিক মো. পলাশ প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার দুপুর ২টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের চোরাগআলী মোড় এলাকায় বিএনপির একটি পক্ষ মতবিনিময় সভা করছিল। এ সময় অপর পক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই দৃশ্য ভিডিও ধারণ করায় রকি হোসেন সহ কয়েকজন সাংবাদিক কে মারধর করা হয়।হামলাকারীরা রকির কাছ থেকে মাইক্রোফোন, আইডি কার্ড, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ ঘটনায় কাপাসিয়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন যমুনা টিভির আহত চিত্র সাংবাদিক রকি হোসেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫