জোবায়ের হোসেন ইফতি, বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের কাশিমপুরে মাদকের অবৈধ ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে মহানগরীর কাশিমপুরের রওশন মার্কেট ও মুচিপাড়া এলাকাকে কেন্দ্র করে মাদকের আস্তানা গড়ে উঠেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এসব এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকরী তৎপরতা দেখা যায় না। সূত্র জানায়, কাশিমপুরের বিভিন্ন স্পটে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক বিক্রি হয়। আর এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুন-গুম, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসী জানান, মাদক চক্রের সাথে প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ থাকায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারছেনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, আমরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছি আর মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হুমকি-ধামকি আসে। স্থানীয় পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। কাউকে ছাড় দেওয়া হবে না। তবে বাস্তবে মাদক কারবারিদের অনেকেই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কঠোর মনোভাব ও এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া কাশিমপুরের মাদক সাম্রাজ্য ধ্বংস করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সামাজিক সচেতনতা ও তরুণ সমাজকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫