নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম একটি সম্পূর্ণ মিথ্যা ফেক আইডি যা খোলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক সাংবাদিক ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের নামে মিথ্যা ও বানোয়াট পোস্ট অপপ্রচার করে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করা।
ওপরে উল্লেখিত বিষয়গুলি প্রমাণ তুলে ধরার আগে আমি আমার পরিচয় উত্থাপন করছি, আমি দৈনিক সময়ের ডাক পত্রিকার (সম্পাদক / প্রকাশক) মো: টুটুল তালুকদার, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ১০ নং ওয়ার্ড আমবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। আমি গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা প্রেসক্লাবে'র (সিনিয়র সহ সভাপতি) পদে দায়িত্বে রয়েছি। ৭ আগস্ট ২০২৫ ইং দৈনিক সময়ের ডাক ৯ বছরে আগামীর পথচলা।
এখন মূল বিষয়ে আসি, এই গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম আইডির ব্যপারে আমাকে জিঙ্গেস করে মিথ্যা অপপ্রচারের স্বিকার ভুক্তভোগী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা বলে আমাদের আইডিতে বিভিন্ন সময় বিভিন্ন কাজে পোষ্ট দেয়া ছবি এবং ভিডিও গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম আইডিতে ছেড়ে দিয়ে নানা মিথ্যা বানোয়াট কথা লিখে আমাদের মান সম্মানের ক্ষতি করেছে। ভাই আপনি জানেন, এটা কার আইডি কে চালায়? তখন তাদের উত্তর দেই, ভাই আমরা বহু সাংবাদিক এই মিথ্যা বানোয়াট আইডির আপপচারের স্বীকার আমাদের দেয়া আইডিতে পোষ্টের ছবি সে চুরি করে নিয়ে আপপ্রচার করতেছে। আমরাও তাকে খুজছি কে চালাচ্ছে এই ফেক আইডি।
আমার জানা মতে, এই গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম ফেক আইডির বিরোদ্ধে থানায় বেশ কয়েকটি ডায়রি করেছে ভুক্তভোগী জনগন।
গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম ফেক আইডি কেন? তার প্রমান আগে দিচ্ছি, দেখবেন এই আইডি যে চালাচ্ছে আইডিতে প্রোফাইলে বা আইডির কোন পোষ্টে তার কোন ছবি পোষ্ট নাই এবং আইডিতে তার কোন মোবাইল নাম্বার নাই। এবং গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম নিউজ আইডির মেসেঞ্জারে ভিডিও কল করে দেখবেন সে কল ধরবে না এমন কি অডিও কল ও ধরবে না। কারন কি সে তার আইডি ফেক সে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে এবং এই আইডির নামে অনেকে আইন গত ব্যাবস্থা নিয়ে রেখেছে কল ধরলে সে ধরা খাবে।
গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম নিউজ মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে তার প্রমান এই আইডিতে তার নিজস্ব কোন তোলা ছবি বা ভিডিও পাবেন না। প্রতিটা পোষ্টে দেখবেন ভিডিও নিউজগুলো অন্য কোন চ্যানেল থেকে নেয়া। ভিডিও গুলোতে সেই চ্যানেলের লগু লাগানো।
এখন কথা হলো অন্য চ্যানেলের ভিডিও কেটে ছাড়া সম্পূর্ণ বেআইনি। আপনি শেয়ার করতে পারবেন কিন্তু অন্য কারো ভিডিও আপলোড দিয়ে ছাড়তে পারবেন না। এটা করলে আপনি সাইবার ক্রাইমে মামলা খাওয়ার উপয়োগী। আপনি অন্য কারো আইডিতে পোষ্ট করা ছবি আপনি ডাউনলোড করে পোষ্ট করতে পারবেন না আপনার আইডিতে ঔ ব্যক্তির পারমিশন ছাড়া। পারমিশন ছাড়া পোষ্ট করলে তা হবে বেআইনি বা সাইবার ক্রাইম । এক কথায় আপনি অন্য কারো আইডির পোষ্ট শেয়ার ছাড়া পোষ্ট করতে পারবেন না
আপনার আইডিতে অনুমতি ছাড়া।
এখন সকল নিউজ পাঠক ভাইদের বলছি, গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম নিউজ আইডিতে একটা ভিডিও পোষ্ট শেয়ার পাবেন না, একটা ছবির পোষ্ট শেয়ার পাবেন না। প্রতিটা পোষ্ট বিভিন্ন চ্যানেল থেকে বিনা অনুমতিতে কেটে পো্ষ্ট করা অন্যকারো আইডিতে ছাড়া ভিডিও আপলোড দিয়ে গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম নিউজ আইডিতে ছেড়ে মনগড়া কথা লিখে তাদের মানসম্মানের বারোটা বাজিয়ে দেয়।
অতএব : গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম আইডিটির নিজ্স্ব কোন তোলা ভিডিও বা ছবি পোষ্ট না থাকার কারনে এই আইডিটি একটি বেআইনি বা ক্রাইম করার জন্য তৈরি করা নিঃসন্দেহে বলা যায়। সাংবাদিকতার কোন নিয়ম কানুন মেনে গাজীপুর নিউজ আইডিতে পোষ্ট নাই অতএব এটি বেআইনি আইডি সবাই এই আইডিকে বর্জন করুন । এবং গাজীপুর নিউজ আইডিতে ঢুকে রিপোর্ট মারুন, যাতে ফেসবুক মেটা অফিস থেকে এই বেআইনি নিউজ আইডি বন্ধ করে দেয়। আর কারো যেন মিথ্যা অপপ্রচার পোস্ট করে গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম নিউজ এই রকম আরো বিভিন্ন নামে ফেক ফেসবুক আইডি খুলে আইডির চালক কোন মানুষের ক্ষতি মানসম্মান নষ্ট করতে না পারে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫