নিজস্ব প্রতিনিধি :
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশের অভিযানে ঢাকার ভাষানটেক এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী মেট্রো থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। গ্রেফতারকৃত আসামি হলেন মো. আলমগীর হোসেন (৩৮); তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার লতাবর গ্রামের আব্দুর রশিদের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই খাইরুল ইসলাম জানান, কোনাবাড়ী এলাকায় মোটরসাইকেল বিক্রয়ের সময় ক্রেতার বন্ধু মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলে, মোটরসাইকেল মালিক বাদী হয়ে আসামির নামে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে জানতে পারি আসামি ভাষানটেক এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে, আসামি মো. আলমগীর হোসেন (৩৮) কে ঢাকা মেট্রোপলিটন ভাষানটেক থানার পশ্চিম ভাষানটেক এলাকার সাব্বির দেওয়ান জনি'র বাসা-৪/৫৩ শ্যামলপল্লী থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাইকৃত Yamaha FZ V2 মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয় কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন জানিয়েছেন, কোনাবাগী থানার উপ-পরিদর্শক এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫