কোনাবাড়ী সংবাদদাতা :
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুলা কারখানা থেকে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঝুটের গোডাউন ও একটি কারখানা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (৩ মে) বিকেলে দেওয়ালিয়াবাড়ির বেলতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুলা তৈরির কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই আশপাশের ঝুটের গোডাউন ও আবাসিক বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাশিমপুর ও গাজীপুর চৌরাস্তা থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে চারটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে এবং জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মালিকানাধীন তুলার কারখানায় প্রায় ১ কোটি টাকার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫