মুন্নি আক্তার , গাজীপুর :
গাজীপুর মহানগরীতে দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্নি আক্তারের সাথে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক ডিভিশনের ম্যানেজার মোস্তফা মাহাবুবের অসৎ আচরণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ই মে) দুপুর পৌনে ১ টার দিকে তিতাসের গাজীপুর আঞ্চলিক ডিভিশন কার্যালয়ের ২য় তলায় এঘটনা ঘটে। জানা যায়, সাংবাদিক মুন্নি তথ্য সংগ্রহ করতে তিতাস অফিসে গেলে ম্যানেজার মোস্তফা মুন্নিকে দেখেই ক্ষীপ্ত হয়ে অশালীন ভাষার খারাপ গালিগালাজ করতে থাকে। এসময় মুন্নি মোবাইলে স্থিরচিত্র ধারণ করা শুরু করলে তিতাস অফিস থেকে মুন্নিকে বের করে দেয় এই কর্মকর্তা। তিতাসের এই ম্যানেজার ইতিপূর্বে চন্দ্রা আঞ্চলিক বিতরণ কেন্দ্রে ম্যানেজারের দায়িত্বরত থাকার সময় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মুন্নির সাথে বিরোধ সৃষ্টি হয়। গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবসহ গাজীপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অভিযূক্ত মোস্তফা মাহবুব অসৎ আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অপরাধে দ্রুত শাস্তি প্রদানের দাবি করেন। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক বিক্রয় ডিভিশনের মহাব্যবস্থাপক, অতিরিক্ত দায়িত্ব প্রকৌ. মো. শাখাওয়াত হোসেন জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫