মনজুর সরকার,গাজীপুর জেলা ক্রাইম রিপোর্টার :
গাজীপুর মহানগর বিএনপির অংগ সংগঠন সহ সকল সংগঠনের উদ্যোগে আজ ১৪/০৪/২৫ ইং রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় গাজীপুর চৌরাস্তার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাঠে বিএনপি'র সকল অংগসংগঠন বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠান পালন করেন। উক্ত বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠানে বাসন মেট্রো থানা জিয়া সৃতি সংসদ বলিষ্ঠ ভাবে যোগদান করেন। বাসন মেট্রো থানা জিয়া সৃতি সংসদের (সভাপতি) মোঃ শফিকুল ইসলাম, (সহ-সভাপতি) মোঃ নাছির দেওয়ান, (সাধারন সম্পাদক) মোঃ ইসমাইল হোসেন, (সহ সাধারন সম্পাদক) মোঃ মোতালেব হোসেন, (সাংগঠনিক সম্পাদক) মুকুল হোসেন, (কোষাধ্যক্ষ) মোঃ কাদির হাজী, মোঃ খলিল গায়েন সহ কমিটির সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ নিয়ে গাজীপুর মহানগর বিএনপি'র বৈশাখী শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। উক্ত বৈশাখী শোভাযাত্রায় প্রধান অলংকার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর মহানগর বিএনপি'র (সভাপতি) হাজ্বী শওকত সরকার, বাসন মেট্রো থানা বিএনপি'র (সভাপতি) আলহাজ্ব তানভির সিরাজ ও সাবেক এ জি এস ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও গাজীপুর মহানগরের সকল ওয়ার্ডের ও সকল থানা কমিটির নেতৃবৃন্দ সহ মহিলা বিএনপি'র সংগঠনের নেতৃবৃন্দরা ও সাধারন জনগন। গাজীপুর মহানগর বিএনপি'র অয়োজিত বৈশাখী শোভাযাত্রা কলেজ মাঠ থেকে রেলি আকারে নাওজোড় এসে শেষ হয়। এই বৈশাখী শোভাযাত্রায় অংশ গ্রহন করা সকল নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ অত্যান্ত আনন্দ উল্যাস করেন। এটা গাজীপুরে এই প্রথম এ ভাবে রাজনৈতিক ভাবে বৈশাখী অনুষ্ঠান পালন করা হয়।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫