ডেস্ক রিপোর্টঃ
আবহাওয়া
ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেইসাথে, রাজ্যের ৯টি জেলার সব স্কুল চারদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিম্নচাপটি ঘূর্ণঝড় দানায় পরিণত হয়। মঙ্গলবার রাত থেকে ঘন্টায় ১৮ কিলোমিটার বেগে এটি উড়িষ্যা ও বাংলাদেশের দিকে এগুচ্ছে। বুধবার সকাল আটটার দিকে ঝড়টির অবস্থান ছিলো বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দক্ষণ ও দক্ষিণপূর্ব দিকে।
দানার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবীদদের ধারণা, বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকাল নাগাদ এটি উড়িষ্যার পুরি ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। আঘাত হানার সময় এর গতি বেগ হতে পারে ঘন্টায় একশ' থেকে ১১০ কিলোমিটার।
দানার গতিপথে থাকা পশ্চিমবঙ্গের ছয়টি জেলা থেকে ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একাধিক টিম, উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার। খোলা হয়েছে ৬ হাজার ২৪৪টি আশ্রয়কেন্দ্র।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫