ডেস্ক রিপোর্টঃ
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট করার কারণে বাবা বিমল দাস তার ছেলে অভি দাসকে থানায় সোপর্দ করেন। গতকাল বুধবার সুনামগঞ্জের জামালগঞ্জে এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার রাতে অভি দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই’ লিখে একটি পোস্ট দেয়। এ কিশোর আরও লেখে, ‘যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে আপনারা ভুলবেন না, সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা। আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম, রাম।’
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয় অভি দাস (১৭)। সে তার পোস্টে যুদ্ধের হুঁশিয়ারিও দেয়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় আলেম-ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ও তাকে গ্রেপ্তারের দাবি জানান।
বিকেলে উপজেলার আলেম-ওলামারা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে অভির বাবা বিমল দাস ছেলে ভুল করেছে বলে জানান এবং ছেলেটাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। পরে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থানায় গেলে অভি দাসও উপস্থিত হয়ে সবাইকে বলেন, ‘এটা আমার ভুল হয়েছে।’ পরে মুচলেকা দিয়ে ছাড়া পান অভি দাস।
এ প্রসঙ্গে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম কামাল হোসাইন বলেন, ‘বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫