নিজস্ব প্রতিবেদন: প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন।
শুকরিয়া- আলহামদুলিল্লাহ! গতকালক ২০ জানুয়ারী ২০২৪ ছিলো আমার জন্মদিন! আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ "মো: সাবিউদ্দিন" আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি।
প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার কাছে ও তাই তেমনই।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতকাল ২০ জানুয়ারী ২০২৪, আমার জন্মদিন উপলক্ষে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও মুঠোফোনে কল করে এবং বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমার জন্মদিনে উইশ করে, আমার জন্য যারা দোয়া ও ভালবাসা দিয়ে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।
আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাকে সবাই ভালবাসার যে দৃষ্টান্ত দেখিয়েছেন তা আমার জীবনে কখনো ভুলার মতো নয়। সকলের ভালোবাসা আর আন্তরিকতা আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরণা যুগিয়েছে।
আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন। আমি কৃতজ্ঞ সকলের প্রতি, আমি সকলের ভালোবাসায় সিক্ত।
ধন্যবাদ সবাইকে, আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। যে যেখানে যে অবস্থায় আছেন ভাল থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সবার প্রতি রইল শুভ কামনা। 💌নোটিফিকেশন এর ভীড়ে অনেকের উইশের রিপ্লাই দিতে দেরি হয়েছে আবার অনেকের টা একদম দেওয়া হয়নি তার জন্য দুঃখীত🙏*পরিশেষে সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ❤️
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫