সাইফুল ইসলাম তরফদার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ (অনুর্ধ্ব ১৭) উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়িয়া পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্য রাখেন ১৫১, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল মালেক সরকার।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও কাবেরী জালাল এর সভাপতিত্বে থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান রাশেদ, জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এজিদুল হক। সঞ্চালনায় স্বাস্থ্য কর্মী শাকিল চৌধুরী।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫