মনোয়ার ইমাম, কলকাতা :
আজ সকালে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী নেতৃত্ব একটি বড়সড় অভিযান চালিয়ে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।এর মধ্যে দুটি ডবল বরের রাইফেল ও চারটি সেভেন এম এম পিস্তল ও গুলিসহ ডাকাতি র কাজে ব্যবহার করা কাটারি। এই ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে বিষ্ণুপুর থানা এলাকায় সোমালিয়া গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ হানা দেয় সোমালিয়া গ্রামে। একটি বাড়ি থেকে এই মারণাস্ত্র উদ্ধার করে। ঘটনার স্হান থেকে গ্রেফতার করা হয়েছে দুই মহিলা সহ চারজন পুরুষ।কি কারণে তারা এই মারণাস্ত্র এনে ছিল এবং কোন কাজে ব্যবহার করবে তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই ঘটনার পর এই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রচুর মানুষের ভিড় করে। এর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে বহু যায়গায় থেকে কুখ্যাত খুনি ও মারণাস্ত্র উদ্ধার এবং মাদক দ্রব্য গ্যাং ডাকাত কে গ্রেফতার করেছে এবং বহু ডাকাতির পরিকল্পনা বানচাল করে দিয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস। সেই সঙ্গে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুষ্কৃতী মুক্ত জেলা গঠন করতে বড় ভূমিকা পালন করে আসছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে সমস্ত থানার ওসি ও আইসি এবং সার্কেল অফিসাররা। এবং রাতের অন্ধকারে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এগিয়ে এসেছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রমিলা বাহিনীর সদস্যরা।তারা রাতের অন্ধকারে মহিলাদের জন্য টহলদারি চালিয়ে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫