স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ২৯ মার্চ ২০২৪ রোজ শুক্রবার ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি, ঢাকা উদ্যোগ এ ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। ষ্টার হোটেল এন্ড রেষ্টুরেন্ট (ষ্টার কাবাব) ৪র্থ তলা পশ্চিম পার্শ্বে। ৬৬/৬৭ এলিফেন্ট রোড, মল্লিকা টাওয়ার পার্শ্বে, এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. ফজলুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ মোঃ গোলাম ছারোয়ার খান জাকির এর পরিচালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
"প্রত্যয় সবার, সমৃদ্ধ ফুলবাড়িয়া গড়ার" এই স্লোগান কে বাস্তবায়নে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সকল সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫