গণশক্তি ডেস্কঃ
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুজন শিকদার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মঞ্জুরুল হক সৌরভ।
এছাড়া ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি হিসেবে পাভেল মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শফিকুল ইসলাম নিরব। সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ঠান্ডু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহরুখ হোসেন।
উল্লেখ্য, উক্ত কমিটিরসমূহকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫