স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃহারুন অর রশীদ।
গত বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার ১২৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ভোট গণনার পর বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার কাবেরী জালাল।
ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৩৮,০৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ হারুন অর রশীদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাঃ কামরুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন২৬হাজার ৩০৪ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রাকিব মাইক প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫২৭ ভোট বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুজ্জামান ভিপি জামান তালা প্রতীকে পেয়েছেন ২৩হাজার৬২৭ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রাণী সাহা কলসী প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভীন সুলতানা হাস প্রতীকে পেয়েছেন৩০ হাজার ২৮২ভোট।
উল্লেখ্য যে, সফল ও সুন্দর নির্বাচন সমাপ্ত করায় ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫