মোকছেদুল ইসলাম, জেলা প্রতিনিধি (নওগাঁ) :
নওগাঁয় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজা সহ ০৬ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-5 সিপিসি-৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হক পিপিএম এর সরাসরি দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গত ২১শে মার্চ শুক্রবার নওগাঁর পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার এলাকা থেকে ৬৯ কেজি এবং নজিপুর শাখাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে ৫০ কেজি গাঁজা সহ সর্বমোট ১১৯ কেজি গাঁজা ও মাদক বহনকারী একটি প্রাইভেট কার, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মোঃ মাতাব্বর হোসেন, শরিফুল ইসলাম, শ্রী নিতাই চৌধুরী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রিপন পাল, একই উপজেলার গুমুটিয়ার অপুদেব, ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়া উপজেলার আনন্দ পাল। র্যাব সিপিসি-৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হক পিপিএম বলেন, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে প্রাইভেট কারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। মাদক সেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-5, সিপিসি-3, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫