উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামে জমা-জমি সংক্রান্তের জের ধরে একটি পারিবারিক মন্দিরে অগিসংযােগ করেছে প্রতিপক্ষরা।
গত (৮এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার বর্ষাইল গ্রামের ঝালঘরিয়া পাড়ার মৃত শান্তি নাথ ঘােষের ছেলে নারায়ন চন্দ্র ঘােষের পারিবারিক মন্দিরে অগ্নিসংযােগের ঘটনাটি ঘটে।
বুধবার(৯এপ্রিল) বিকেলে নারায়ন চন্দ্র ঘােষ ৫ জনকে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন,এলাকার মৃত বিশা মন্ডলের ছেলে বাবু হােসেন ও তার ছােট ভাই রবিউল হােসন। রবিউল হােসনের ছেলে মারুফ হােসন ও বাবু হােসনের ছেলে ইসন হােসেন এবং এহসান হােসন।
অভিযাগ সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে আমার ভােগ দখলী সম্পত্তি উল্লেখিত আসামীরা জাের পূর্বক জবর দখলের চেষ্টা করে আসছে।ওই সম্পত্তিতে আমার একটি পারিবারিক মন্দির রয়েছে। মন্দিরটি সরানাের জন্য নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে।
ঘটনার দিন(৮এপ্রিল) বিকল ৪টার দিকে আমার দখলীয় জমিতে প্রতিপক্ষের ৪-৫জন এসে গাছ ও বাঁশ কটে বেড়া দিয়ে মন্দিরটি ঘিরে নেয়।
এরপর সন্ধ্যাসাড়ে ৬টার সময় মন্দিরে আগুন লেগে দিয়ে প্রতিপক্ষরা পালিয়ে যায়।
নওগাঁ সদর মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম সিদ্দিকী জানান,এ ব্যাপারে দুই পক্ষ দুটি আলাদা আলাদা অভিযােগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫