মোঃ সাবিউদ্দিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার (১৮ ডিসেম্বর) নেমে পড়বেন প্রার্থীরা। সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
১৫১, ময়মনসিংহ-৬, ফুলবাড়ীয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এর নৌকা প্রচারণার জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ৯নং এনায়েত পুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আমিমূল ইহসান লাবীব নৌকার প্রচারণায় ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন।
জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে ফুলবাড়িয়ার রাস্তাঘাটে। লাবীব সাধারণ ভোটারের কাছে গিয়ে নৌকা প্রচারনা শুরু করছেন ও আওয়ামী লীগ সরকার এর উন্নয়ন গুলো তুলে ধরছেন। সাধারণ জনগণকে ৭তারিখ কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। লাবীব বলেন, আওয়ামী লীগ সরকার জনতার সরকার, আওয়ামী লীগ সরকার উন্নয়ন এর সরকার, আওয়ামী লীগ সরকার জনতার সরকার।
আগামী নির্বাচনে আবারও যদি আওয়ামী লীগ কে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে দেশের উন্নয়ন হবে, মানুষের জীবন যাত্রার মান উন্নতো হবে, মানুষের কর্মসংস্থান হবে, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সেবা পাবে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫