মোকছেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে ওয়াজেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার(৩০ এপ্রিল) দুপুরের দিকে পত্নীতলা মোড় আত্রাই নদীর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াজেদ ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের শরিফের ছেলে। ১২ বছর আগে তার মা বাবার বনিবনা না হওয়ায় তার মা বাবাকে ডিভোর্স দেয়। ওয়াজেদ তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং এখানেই পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ী এসে দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায় । নদীতে ৫ জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে চলে যায়, সে নৌকা নদীর মাঝে ডুবে যায়, ওয়াজেদ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়, পরে স্থানীয়রা খবর পেয়ে ওয়াজেদ কে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন নদীতে গোসল করতে যেয়ে একটি ছেলে পানিতে ডুবে মারা যাবার খবর পাওয়া গেছে, অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫