মোকছেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলা থেকে অদ্য ০৩ মে ২০২৫ তারিখ আনুমানিক ১১৪০ ঘটিকায় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৫৭/৩-আর হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে জিআর-৭১৩৮৪৮, মানচিত্র-৭৮সি/১২ নলপুকুর নামক স্থানে পুকুরে মাছ ধরার সময় ০১টি পুরোনো ভাঙ্গা কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী বিজিবি’কে অবগত করলে তাৎক্ষণিক সুবেদার মোঃ তৌফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল উক্ত স্থানে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় কষ্টি পাথরের মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করেন। পরবর্তীতে নজিপুর জুয়েলারী সমিতি কর্তৃক পরিক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে, মূর্তিটি কষ্টি পাথর নয়। উক্ত উদ্ধারকৃত পাথরের মূর্তির ওজন ১.৬৬০ কেজি যার সিজার মূল্য- ধরা হয়েছে ৮৩,০০০= (তিরাশি হাজার) টাকা। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বদা সর্তক।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫