স্টাফ রিপোর্টার: ৫ জুন ” বিশ্ব পরিবেশ দিবস ” উপলক্ষে পাইওনিয়ার ডেনিম লিঃ কর্তৃক পাইওনিয়ার ডেনিম এ পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। পাইওনিয়ার চত্ত্বর ও পুকুর পাড়, স্কুল, রাস্তার পাশে বৃক্ষ রোপন করা হয় ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আগা নাদিম মির্জা হেড অফ ডেনিম, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ডিপার্টমেন্ট প্রধান, কর্মকর্তা ও কর্মচারী।
এ বছরের প্রতিপাদ্য “করবো ভূমি পুনুরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”। বর্তমান বিশ্বে পরিবেশের অবনতি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বায়ুদূষণ, জলদূষণ, বনাঞ্চল ধ্বংস, এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা আমাদের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ।
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের পরিবেশকে রক্ষা করতে। আসুন, আমরা সবাই সচেতন হই এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর এবং সুস্থ পরিবেশ রেখে যাই।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫