গণশক্তি ডেস্কঃ
বাধা আর সংঘর্ষ মোকাবেলা করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে কারবন্দি ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের লংমার্চ। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে সোমবার (২৫ নভেম্বর) পর্যন্ত আটকের সংখ্যা এরইমধ্যে এক হাজার ছাড়িয়েছে।
ইসলামাবাদে ঢোকার পথে নজরদারি, তল্লাশি আর পণ্যবাহী কন্টেইনার ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বহাল আছে একশ' চুয়াল্লিশ ধারা। গুরুত্বপূর্ণ স্থাপনা আর মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে দাঙ্গা পুলিশ, রেঞ্জার্সসহ বিভিন্ন বাহিনীর সদস্য। সোমবারও বন্ধ রাখা হয় ইসলামাবাদের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। ইসলামাবাদ, করাচি, পেশোয়ারসহ গুরুত্বপূর্ণ শহরে সীমিত রাখা হয়েছে ইন্টারনেট সেবা।আগের ঘোষণা অনুযায়ী ইমরানের মুক্তি আর সরকারের পদত্যাগের দাবিতে রবিবার ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু হয়। পাঞ্জাবে পুলিশের বাধায় পিটিআই নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর আর ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে আলাদা বহর ইসলামাবাদ যাচ্ছে। সংঘর্ষের ঘটনায় ইমরান ও বুশরাসহ তিনশতাধিক নেতাকর্মীর নামে পাঞ্জাবে দু'টি মামলা করেছে পুলিশ।
সোমবার আদিয়ালা জেলে ইমরানের সাথে দেখা করে দিকনির্দেশনা নিয়েছেন পিটিআই নেতারা। ২০২২ সালে তৎকালিন প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে অভিশংসিত হয়ে বিদায় নেয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাবন্দি আছেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫