মোঃ সাবিউদ্দিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জন ও টানা ৪র্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
গতকাল (২৪ জানুয়ারি) বুধবার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকরামুল হক টিটু'র সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫