ফুলবাড়িয়া(ময়মনসিংহ)প্রতিনিধি : আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়।
গতকাল রবিবার সকাল ১০ ফুলবাড়িয়াস্থ কুটুমবাড়ি কনভেনশন সেন্টারের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত।মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে কুটুম বাড়ি কনভেনশন সেন্টারে আলোচনা সভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি এডঃআব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া।
বক্তব্য রাখেন, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, মুমিনুল ইসলাম হযরত অধ্যাপক আবুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা খাইরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, সদস্য এস এম ইব্রাহিম, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সঙ্গীতা রানী,মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক,ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার,ফরিদা ইয়াসমিন নীশি, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল,স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজন রতন দে, জাহাঙ্গীর আলম, তাতীলীগের আহবায়ক চান মিয়া প্রমুখ।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫