মোঃ সাবিউদ্দিন:
আজকে ইসলামিয়া কলেজ কর্তৃক আয়োজিত ২০২৩সালের এইস এস সি ও কারিগরি (বি এম টি) শাখার বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট ইমদাদুল হক সেলিম সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখা ও আজীবন দাতা সদস্য ইসলামিয়া কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম কিবরিয়া মেয়র ফুলবাড়িয়া পৌরসভা ও সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখা আরো বিশেষের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন আব্দুল বারেক সভাপতি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ফুলবাড়িয়া পৌরসভা আরো উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আবু বকর সিদ্দিক, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী আরো অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫