স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান তিন রাস্তার মোড়ে এলাকায় গণধর্ষণের অভিযোগ করেছেন তালাকপ্রাপ্ত এক নারী। ধর্ষিতা মোছাঃ রহিমা খাতুন (২৫) নিজেই বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। মামলা নং- ২৫ তাং-২৫/০৬/২০২৪। ধর্ষিতা নারীর লিখিত অভিযোগ থেকে জানা যায়।
গত ২১ জুন সকাল অনুমান ৯ ঘটিকায় সন্তোষপুর বাবার বাড়ী হতে পূর্বের স্বামীর (তালাকপ্রাপ্ত) ঘরে তার মেয়েকে দেখার জন্য টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন সাগরদিঘী গ্রামে যায়। সেখান থেকে অজ্ঞাতনামা অটোযোগে ফেরার সময় রাত অনুমান ১০ ঘটিকার সময় নিজ বাড়ী সংলগ্ন সন্তোষপুর রাবার বাগান তিন রাস্তার মোড়ে অটোগাড়ি থামিয়ে অটো চালককে অটোসহ বিদায় করে দেয়।
এরপর বাদীর মুখে গামছা প্যাচাইয়া জোর পূর্বক সন্তোষপুর রাবার বাগানের ভিতর নিয়া যায়। সেখানে বিবাদী মোঃ শরিফ (৩০), মোঃ শফিকুল ইসলাম ওরফে সফু (৪০), মোঃ আলমগীর মিয়া (৩০), মোঃ আলাল মিয়া (৩১) জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষনকারী ব্যতিত অন্যান্য বিবাদীরা বাদীর হাত, পা, মাথা ধরে রাখে।
২২জুন রাত অনুমান ৩ ঘটিকার সময় বিবাদীগণ বাদীকে ঘটনাস্থলে ফেলে চলে যায়। ধর্ষিতা অনেক কষ্টে তার আত্মীয় তাজু মিয়ার বাড়ীতে গেলে তারা বাদীর বাড়ীতে সংবাদ দিলে বাড়ীর লোকজন এসে বাদীকে বাড়ীতে নিয়ে যায়। উক্ত ঘটনায় ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৯(৩) ধারায় মামলা রুজু হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বলেন, ভিক্টিম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫