স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): দেশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে দ্রুত ও সহজে ভোগান্তি ছাড়াই সবচেয়ে বেশি মানুষের মাঝে এই সেবা পৌছে দেওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে প্রথম স্থান অধিকারীকে পুরস্কার।
মঙ্গলবার(২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ থেকে পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার, ইসলামি ফাউন্ডেনের ফিল্ড সুপারভাইজার মোঃ ফরিদ মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন,জন্ম ও মৃত্যু নিবন্ধনে সকল শ্রেণীর জনসাধারণকে আরো উৎসাহিত করতে হবে।আমরা জনসংখ্যার সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে কার্যকরী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বির্নিমাণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫