মোঃ সাবিউদ্দিন: রবিবার, ১০-১২-২০২৩ইং ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নবাগত ইউ,এন,ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল যোগদান করেছেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল মহোদয় কে, ফুলেল শুভেচছা জানিয়েছেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শরাফ উদ্দিন শর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার।
অপর দিকে, ইউ, এন,ও মহোদয় কে ফুলেল শুভেচছা জানিয়েছেন ফুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক আকন্দ, সাধারণ সম্পাদক, আলএমরান। কাবেরী জালাল মহোদয় এর পূর্বের কমস্হল ছিল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইউ,এন,ও হিসেবে কর্মরত ছিলেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫