মোঃ সাবিউদ্দিন: বিএনপি-জামায়াতের নৃশংস বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ' প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন করে ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগ। গতকাল বৃহস্পতিবার ৯ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয় ।জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক ফারজানা শারমিন বিউটির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ শেষে দুগ্রুপে হাতাহাতি,চুল টানাটানি ও চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটেছে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক ফারজানা শারমিন বিউটির বক্তব্যের পর এক পর্যায়ে একদিকে আওয়ামীলীগ নেতা ও এমপি মুসলেম উদ্দীনের কন্যা বিউটির গ্রুপ অপরদিকে সংসদ সদস্যের আরেক কন্যার গ্রুপ সালমার গ্রুপ দুই গ্রুপে চলে হাতাহাতি চুল টানাটানি।স্থানীয়রা জানান, মানববন্ধন ও শান্তির সমাবেশের নামে অশান্তির সৃষ্টি করেছে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫