সাইফুল ইসলাম তরফদার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়ার লাল চিনির সুনাম চারদিকে। আখ থেকে সরাসরি মিহি দানার চিনি এক সময় ফুলবাড়িয়া উপজেলার সর্বত্রই ছিল। কিন্তু কালের বির্বতনে নানা সংকটে এখন অনেকটাই সংকোচিত হয়ে আসছে।
তারপরও উপজেলার বেশ কয়েকটি গ্রাম জুড়েই ব্যাপক আখ চাষ হয়। এর গুণাগুণ নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে বিস্তীর্ণতায় চাহিদা বেড়ে গেছে। তাই কৃষকরা আবারও কোমর বেঁধে আখ চাষে ঝুঁকছেন। দাবী উঠে পণ্যটির জিআই স্বীকৃতির। সে অনুযায়ী উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জিআই ফরম-১ পূরণ করে।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, একটি সুখবর হচ্ছে লাল চিনি জিআই স্বীকৃতির জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হল। কৃষকদের উৎপাদিত পণ্যটি সরকারী স্বীকৃতিতে আমরা সফল হলে, এটিই হবে আমাদের আনন্দের ও গৌরবের। প্রয়োজনীয় ডকুমেন্টস সহ পাঠিয়ে দিচ্ছি। জেলা প্রশাসকের আন্তরিকতায় আমরা সফলতার দ্বারপ্রান্তে।
আবেদনে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ। এতে স্বাক্ষী হিসাবে আছেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ও কৃষি বিভাগের পক্ষে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া আহমেদ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, বালিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ, ই কমার্স জিআই রিসার্চের প্রধান খাতুন এ জান্নাত আশা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫