মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃতি সন্তান যারা ঢাকা শহরে চাকরি এবং বসবাস করে তাদেরকে নিয়ে বার্ষিক বনভোজন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে মক ভিলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর। ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতি ঢাকার উদ্যোগে বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ ফজলুল হক, সঞ্চালনায় সমিতির সাধারণ সম্পাদক এডঃ মোঃ গোলাম ছারোয়ার খান জাকির। এ-সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সফল সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট এম এ ইউসুফ, মোঃ আব্দুল মোত্তাি লব, ব্যাংকার ইমরান নাজির, এডভোকেট মোঃ খাদেমুল ইসলাম, এডঃ আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাযায়, বছরের একটা দিন সবাই প্রাণের বনভোজে একত্রিত হয়। মিলনমেলায় শামিল হবেন- এমন প্রত্যাশা থাকে ঢাকায় বসবাস রত ফুলবাড়িয়া বাসির মধ্যে। এ প্রত্যাশার মধ্যেই গত শনিবার অনুষ্ঠি হয়ত সমিতির বার্ষিক বনভোজনে। ঢাকার অদূরে গাজীপুর মক ভিলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জমকালো আয়োজনে বনভোজন হয়।
উল্লেখ্য যে, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকা'র বার্ষিক বনভোজন, পুনর্মিলনীও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবতীয় পুরস্কার এডঃ জাকির ব্যক্তিগত উদ্যোগে সকলের হাতে তুলে দেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫