মোঃ সাবিউদ্দিন: টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতের পর সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় সূর্যের দেখা মিলেছিল। কুয়াশা ও মেঘাচ্ছন্ন কম থাকায় শীতের তীব্রতাও ছিল কম। কিন্তু রাত থেকে ফের শীত বাড়ার পাশাপাশি কুয়াশার ঘনত্বও ছিল দেখার মতো। এরমধ্যে আজ (মঙ্গলবার) থেকে টানা দুই দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফের শীতের তীব্রতা যে বাড়ছে তা নিঃসন্দেহে বলা যায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা বিভাগে ১০ জেলার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় ফের শীতের তীব্রতা বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। শুষ্কভাব কেটে গেলে ফের শীত পড়তে শুরু করবে। বিশেষ করে ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে।
আরেক আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, তাপমাত্রা কিছুটা বাড়লেও তাতে শীতের অনুভূতি তেমন একটা কমবে না। বুধবার থেকে দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ফের বাড়বে শীত।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, বৃষ্টির পর কুয়াশারভাব কমবে। তাপমাত্রাও কমে শীত কিছুটা বাড়বে। ঢাকায় এখন শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির পর শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫