মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ওলামা মাশায়েখ রাজনীতিবিদ সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একুশ রমজান, নাম্বার ওয়ান রেস্তোরাঁ এন্ড কাবাব রুফিয়া সুপার মার্কেট, চান্দনা চৌরাস্তা , জয়দেবপুর রোড গাজীপুরে। বক্তারা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, আসিয়া ধর্ষণ, ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আগ্রাসন, জাতিসংঘের নিরবতা, আমিরিকার ইসরাইলের সমর্থন এবং আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে আল কোরআনের আইনে দেশ চলবে বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে মাওলানা জালালুদ্দিন আহমদ (মহাসচিব) বাংলাদেশ খেলাফত মজলিস, বিশেষ অতিথি ছিলেন, মাওলানা এনামুল হক মুসা (সাংগঠনিক সম্পাদক) বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী (সাংগঠনিক সম্পাদক) বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা ফজলুর রহমান (বাইতুল মাল সম্পাদক) বাংলাদেশ খেলাফত মজলিস, (সভাপতি) মুফতি উমর ফারুক আল মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর সঞ্চালনায়, আলহাজ হাফেজ কাজী নিজাম উদ্দিন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক গাজীপুর মহানগর ডা: রাশেদুল ইসলাম (রানা) ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫