আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটি বাঘাইছড়িতে "দুবাই প্রবাসী মোঃ ওমর ফারুক " এর আয়োজনে ও বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারে সার্বিক সহযোগিতা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ ঘটিকা হতে মুসলিম ব্লক জাগরণী ক্লাব কক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ মোস্তাসিরুল আলম পারভেজ,এমবিবিএস, এমসিজিপি, সিএমইউ,পিজিটি (মেডিসিন), সিসিডি (বারডেম)
যে সব রোগী দেখেছেন মেডিসিন, বাত-ব্যাথা, শিশু, চর্ম, এলার্জি, হাড়-ভাঙ্গা জোড়া, জয়েন্ট ব্যাথা ইত্যাদি।
"দুবাই প্রবাসী মোঃ ওমর ফারুক " বলেন, এই ক্যাম্পের উদ্দেশ্য হলো, প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। রোগীরা যেন স্বল্প সময়ে ভালো চিকিৎসা পান, সেটিই আমার লক্ষ্য।
তিনি আরো বলেন, আমি সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের জন্য। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।
ক্যাম্পে আগত রোগীরা চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন আয়োজনের দাবি জানান।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫