বাসন থানা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার হওয়ার পরে তাকে মুক্তি দিতে বিএনপির নেতা কর্মীদের তৎপর গত পহেলা ফেব্রুয়ারি ০১/১/২০২৫ বিকাল ৩ ঘটিকার সময় গাজীপুর মহানগর বাসন থানা আওয়ামী লীগের (সভাপতি) প্রফেসর আব্দুল বারী কে গ্রেফতার করেন। বাসন থানা পুলিশ এবং তাকে কোর্ট হাজতে প্রেরণ করেন। প্রেরণ করার পর থেকে বিএনপির একটি প্রভাবশালী মোহর তাকে জামিন ছাড়ার জন্য জোর তদবীর চালাচ্ছে। উক্ত ব্যক্তির নামে বাসন থানায় ৮-১২/২০২৪ একটি মামলা গাজীপুর সদর থানায় মামলা নাম্বার ১১/৯/২০২৪ বাদী পারভেজ এবং গাছা থানা মামলা নাম্বার ১৩ ২৪-৮-২০২৪ বাদী ইনচুর আলী এবং গাছা থানা মামলা নাম্বার ২ সহ তাহার নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল উক্ত আসামিকে জামিন নেওয়ার জন্য জোট তদবির চালাচ্ছে। উল্লেখ্য থাকে যে বাসন থানা আওয়ামী লীগের (সভাপতি) বারী প্রফেসর সাহেব ছাত্র জনতা আন্দোলনকে নস্যাৎ করার জন্য চৌরাস্তা সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কে টাকা পয়সা দিয়া সহায়তা করে গাজীপুরে বিভিন্ন ছাত্র-জনতা কে মারপিট সহ হামলা করে হত্যা করা হয়েছে। যাহা দিনের আলোর মত প্রকাশ পায় এবং বিএনপি-জামাত সহ যাতে আন্দোলনের নামতে না পারে সে জন্য যা যা করার প্রয়োজন ছিল এই মামলার আসামি আব্দুল বারী প্রফেসর সহ করেছে এবং আন্দোলনকে নস্যাৎ করার জন্য তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিল।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫