নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানার প্রেসক্লাবে'র নির্বাচনী অভিষেক ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ ফেব্রুয়ারী বিকাল ৪ ঘটিকায় বাসন থানাধীন নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করে বাসন মেট্রো থানা প্রেসক্লাব।
বাসন মেট্রো থানা প্রেসক্লাবের অনুষ্ঠানে মোঃ সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক) এর সভাপতিত্বে, মোহাম্মদ ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আলহাজ্ব মোহাম্মদ তানভীর সিরাজ (সভাপতি) বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে সাংবাদিকেরা মুক্ত। সাংবাদিকেরা এখন মুক্ত মনে সব রকম দূর্নীতির বিরুদ্ধে সংবাদ করবে, সত্য সংবাদ প্রকাশ করার পরে আপনাদেরকে কেউ যদি হয়রানি করেন আমি এবং আমার দল থেকে সেই দূর্নীতিকারীকে বিচারের আওতায় আনবো। তিনি বাসন প্রেস-ক্লাবে'র জন্য ভবন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলে আমি সাংবাদিকদের সম্মান করি, কারন তারা অনেক কষ্ট করে। ক্রাইম রিপোর্টাদের তিনি বিশেষ ভাবে সম্মান জানান। তিনি বলে একটি দল একটি গুষ্টি আমাদেরকে সুস্থ রাজনীতি করতে দেয়নি গত ১৬ বছরে। সেই স্বৈরাচারী সরকার প্রধান পালিয়ে গেছেন। তিনি বর্তমান অন্তর্বর্তি সরকারে উদ্দেশ্যে বলেন, আপনার যত দ্রুত সম্ভব হয় একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন, বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। বিএনপি গাজীপুর মহানগর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মো: গিয়াস উদ্দিন, (সিনিয়র সহ-সভাপতি) বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর। এডভোকেট মো: সোহেল রানা (প্রচার ও প্রকাশনা সম্পাদক) বাসন থানা বিএনপি। গাজীপুর মহানগর সহ বাসন বিএনপি'র মো: খোরশেদ আলম, আরিফ, জাহিদুল ইসলাম, রবি সরকার, আতাউর রহমান মন্ডল, মান্নান হোসেন সহ বাসন মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম শহীদ (সাধারণ-সম্পাদক) গাজীপুর মহানগর প্রেসক্লাব, মোঃ আশিকুল ইসলাম, (স্টাফ রিপোর্টার) মর্নিং পোষ্ট,
বাসন মেট্রো থানা প্রেস-ক্লাবে'র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন, বাসন মেট্রো থানা প্রেসক্লাবে'র (সাধারণ-সম্পাদক) মোঃ মনজুর আলমা সরকার, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের (মহিলা বিষয়ক সম্পাদক) হেলেনা আক্তার, (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক) আফনান মামুন চৌধুরী।
সার্বিক সহযোগিতায় বাসন মেট্রো থানা প্রেসক্লাবে'র (সিনিয়র সহ-সভাপতি) মোঃ দেলোয়ার হোসেন সরকার, (সিনিয়র সহ-সভাপতি) মোঃ টুটুল তালুকদার, বাসন মেট্রো থানা প্রেসক্লাবে'র (সহ-সাধারণ সম্পাদক) মোঃ মোজাম্মেল সরকার, বাসন মেট্রো থানা প্রেসক্লাবে'র (সদস্য) মোঃ রবিউল ইসলাম (রবি),
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মোঃ শফিকুল ইসলাম (সাজু) (সিনিয়র সহ-সভাপতি) বাসন মেট্রো থানা প্রেসক্লাব, মোঃ সজিব হোসেন (সহ-সভাপতি) বাসন মেট্রো থানা প্রেসক্লাব। মোঃ জোবায়ের হোসেন ইফতি, (সহ সাধারণ-সম্পাদক) বাসন মেট্রো থানা প্রেসক্লাব। মোঃ সজিব আহমেদ সুজন, (সহ সাধারণ সম্পাদক) বাসন মেট্রো থানা প্রেসক্লাব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫