আলমগীর হোসেন, বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আইস মার্কেট সংলগ্ন করিমন নেছা স্কুল মাঠের বিপরীত পাশে সরকারি খাস জমিতে অবৈধভাবে বারোটি টিনসেট ঘর নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, কামিজ উদ্দিন মন্ডলের নেতৃত্বে রহমান নামের এক ব্যক্তি এই নির্মাণকাজ পরিচালনা করছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পাঁয়তারা চলছিল। অবশেষে রাতের আঁধারে শুরু হয় নির্মাণ কাজ, যা দিনে দিনে বিস্তৃত হতে থাকে। অথচ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, মৌচাক বন বিট, কালিয়াকৈর রেঞ্জ, ঢাকা বন বিভাগের বিট কর্মকর্তাদের সহযোগিতায়ই গড়ে উঠছে এসব অবৈধ স্থাপনা। তাদের নীরব ভূমিকা ও উদাসীনতার সুযোগে দখলদাররা খাস জমিতে অবাধে নির্মাণ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, এটি শুধু খাস জমি দখলের ঘটনা নয়, বরং প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং দুর্নীতির এক উৎকৃষ্ট উদাহরণ। তারা দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫